উপজেলা প্রতিবেদক, আদমদীঘি (বগুড়া)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর সন্ত্রাসীর হামলায় যুক্ত এবং ইন্ধনদাতাদের শাস্তির দাবিতে আদমদীঘিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বুধবার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুল হামিদ, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, আবির উদ্দিন খান, আনছার আলী, শফিউল, আবু তাহের, মুক্তিযোদ্ধা পরিবার সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইদুজ্জামান তোতা, উপজেলা সন্তান কমান্ডের নেতা রাশেদুল ইসলাম রাজা, খোকন, মামুন, নূর ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে ওয়াহিদা খানম ও মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।