উপজেলা প্রতিবদেক, কাহালু (বগুড়া)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম এবং তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে কাহালুতে মানববন্ধন হয়েছে। বুধবার কাহালু চারমাথা এলাকায় এই কর্মসূচির আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
মানববন্ধনে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা-গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।