||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় সুবিল উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল্লাহ আল রাজী জুয়েলকে শুভেচ্ছা স্মারক দিয়েছেন বিদ্যালয়টির শিক্ষকরা। মঙ্গলবার এই আওয়ামী লীগ নেতার রাজনৈতিক কার্যালয়ে এই স্মারক দেন তারা।
মঙ্গলবার দুপুরে সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল শিক্ষকদের পক্ষ থেকে আল রাজী জুয়েলের হাতে স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এসময় উপস্থিত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মন্নুজান বেগম এবং সহকারী শিক্ষক রুহুল আমিন, স্বপন কুমার ঘোষ, আবদুল মোমিন, রেশমা খাতুন, আল মামুন ও ইউনুস আলী।
এমএইচ//