||যাপিত জীবন প্রতিবেদন||
আলুর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য চর্চা যা খুবই সহজ একটা পদ্ধতি। আলু শুধু রান্না ঘরের তরকারি হিসাবে আমাদের প্লেটে খ্যাতি অর্জন করেছে তা কিন্তু নয়। এটি ত্বকের যত্নে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে।
নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমাদের প্রতিদিন ঘরের বাহিরে যেতে হয়। তাই ত্বকের উপর অনেক চাপ পড়ে এবং ত্বক সুস্থ সুন্দর রাখা অনেক কঠিন হয়ে যায়। তাই বলে তো ঘরের মধ্যে বন্দি থাকা কিংবা ঘরের মধ্যে থেকে সকল কাজ করা সম্ভব নয়। তাই আমাদের উচিত প্রাকৃতিক ভাবে ত্বকের যত্ন নেয়া। কারন প্রাকৃতিক উপায়ে তৈরি উপাদান সম্পন্ন কেমিক্যাল মুক্ত।
আর এই কাজটি খুব সহজ ও সফলভাবে করার জন্য আমরা আলু বেছে নিতে পারি। সৌন্দর্য চর্চায় আলুর ব্যবহার এক দৃস্টান্ত রেখেছে। তাই ত্বকের সৌন্দর্য ধরে রাখতে আলুর ব্যবহার জেনে নিই।

আলু ব্যবহার করে অতি সহজে সৌন্দর্য চর্চার প্যাক তৈরি করা যায়। আলু স্বাস্থ্যের জন্য যেমন অনেক ভালো ঠিক ত্বকের জন্য এর তুলনা হয়না। আলুতে যে উপদান টি রয়েছে তা হলো স্টার্চ। এটি আমাদের ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে। তাছাড়া আলুতে ভিটামিন-বি৬, ভিটামিন -সি ,ও পটাসিয়াম রয়েছে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের ত্বক পরিস্কার রাখে। এছাড়া পটাসিয়াম ও ভিটামিন-বি৬ ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। আর এই জন্যে সৌন্দর্য চর্চায় আলু ব্যবহার হয়ে যুগের পর যুগ। তবে বর্তমান যুগে বেশিরভাগ নারী সৌন্দর্য বজায় রাখতে প্রাকৃতিক উপাদানের উপর জোড় দিচ্ছেন। আর এই জন্য আলু প্রাকৃতিক উপাদানের অন্যতম শ্রেষ্ট উপায়।
কিভাবে আলু দিয়ে সৌন্দর্য চর্চার প্যাক তৈরি করবেন
তৈরির উপকরনঃ
ক) আলু খ) কাঁচা দুধ এবং গ) অলিভ অয়েল
তৈরীকরণ ও ব্যবহার পদ্ধতিঃ
ক) একটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে।
খ) তারপরে এতে ১ চামচ কাঁচা দুধ ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশাতে হবে।
গ) তৈরিকৃত প্যাকটি মুখে ভালো করে লাগিয়ে নিন। প্রায় ১৫ মিনিট মুখে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বক হবে নরম ও মশৃণ।