||উপজেলা প্রতিবেদক, আদমদীঘি (বগুড়া)||
বগুড়ার আদমদীঘিতে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আদমদীঘি থানা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁগামী একটি জিপে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নারায়নগঞ্জ থেকে গাঁজা বহনকারী একটি জিপ নওগাঁর বদলগাছী যাচ্ছে-এমন খবরে শনিবার দুপুরে আদমদীঘি থানা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই জিপ থেকে ৬০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলমগীর, আব্দুর রহিম এবং রিপনকে আটক করা হয়। আটক তিন জন দীর্ঘদিন ধরে উত্তরের বিভিন্ন জেলায় গাঁজাসহ বিভিন্ন মাদক বেচাকেনা করে আসছিলো বলেও জানান এই কর্মকর্তা।