||উপজেলা প্রতিবেদক, আদমদীঘি (বগুড়া)||
আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার পোওতা টিকরী নামক জায়গা থেকে সান্তাহার জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজের আলী জানান, বোনারপাড়া- খুলনা রেললাইনের সান্তাহার জংশনের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। আদমদীঘির পোওতা টিকরী নামের ওই এলাকা থেকে শনিবার দিবাগত রাতের কোনো একটি ট্রেনে অজ্ঞাতনামা ওই যুবকটি কাটা পড়ে দ্বি-খণ্ডিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার বিকেলে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
উপজেলা//এমএইচ//