||উপজেলা প্রতিবেদক, আদমদীঘি (বগুড়া)||
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী অনুযায়ী আদমদীঘি উপজেলা প্রশাসন ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে। গত ১৫ নভেম্বর সকাল ১০ টা থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ১৬-১১ গ্রেডের কর্মরত কর্মচারীরা পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে এই কর্মসূচি পালন করে চলেছেন।
বুধবার তাদের দাবির সমর্থনে কর্মবিরতিকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসের অফিস সুপারিনটেনডেন্ট এসএম শাহ্ আলম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হাশেম আলী ও বাদশা মিয়া।
উপজেলা//এমএইচ