||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ায় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বাঘোপাড়া এলাকা থেকে তাদের আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বঙ্গকথনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদের পাশে অভিযান চালায়। এসময় সেখান থেকে জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের দাওয়াহ বিভাগের দুই সদস্য ইকবাল হোসেন সরকার ও জায়েদুর রহমান ওরফে আবদুল্লাহকে আটক করা হয়। তাদের দুজনের বাড়িই কুমিল্লা জেলায়।

ওসি আরো জানান, তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার বন্দুক, একটি চাপাতি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং বেশকিছু জিহাদী বই ও প্রচারপত্র জব্দ করা হয়েছে। মামলা দায়েরের পর সাত দিনের রিমান্ড আবেদনসহ আনসার-আল-ইসলামের এই দুই সদস্যকে দুপুরে আদালতে নেয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এমএইচ//