||সংস্কৃতিক মঞ্চ প্রতিবেদন||
আগামী বছরের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৩তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিশ্বের সবচেয়ে গৌরবোজ্জ্বল চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের লক্ষ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত অ্যান্থলজি ফিল্ম ‘ইতি তোমারই ঢাকা’। ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে লড়বে ছবিটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে আয়োজন হবে বিশ্বের সর্বোচ্চ মর্যাদাময় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। যথারীতি ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। এর মধ্যে বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতির সুযোগ রয়েছে বাংলাদেশের সিনেমারও।
প্রতিবছরের মতো এবারো অস্কার বাংলাদেশ কমিটি ৯৩তম অস্কারে প্রতিযোগিতার জন্য দেশের সিনেমা আহ্বান করে। সেখানে ইমপ্রেস টেলিফিল্মের ‘ইতি তোমারই ঢাকা’ এবং খনা টকিজের ‘মেইড ইন বাংলাদেশ’ ছবি দুটি জমা পড়লে ছবি দুটি দেখার পর ‘ইতি তোমারই ঢাকা’ ছবিকে চূড়ান্ত করে অস্কার বাংলাদেশ কমিটি।
উল্লেখ্য, ‘ইতি তোমারই ঢাকা’ ছবির ১১টি গল্প মূলত ঢাকা শহরে বাস করা এগারো ধরনের মানুষদের প্রতিনিধিত্ব করেছে। শহরের বুকে তাদের প্রত্যেকের জীবনযুদ্ধে টিকে থাকার যে যন্ত্রণা সেগুলোই এখানে দেখানো হয়েছে।
এমএইচ//