||বঙ্গকথন প্রতিবেদন||
অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় কামরুল হাসান তন্ময় নামে এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া সদর পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার দুপুরে শহরের জিরোপয়েন্ট সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার সংলগ্ন সাতানী বাড়ির গলি থেকে তাকে চাঁদার টাকাসমেত গ্রেফতার করে পুলিশ।
সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোরশেদ আলম বঙ্গকথনকে জানান, সাতমাথা এলাকায় সাতানী বাড়ীর গলির মুখে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজি বাইক) থেকে চাঁদা আদায় হচ্ছে এমন খবরে পুলিশ সদস্যরা সেখানে যান। এসময় হাতে চাঁদা আদায়ের ১ হাজার ৮২০ টাকাসহ কামরুল হাসান তন্ময়কে আটক করা হয়। তন্ময় শহরের সূত্রাপুর তেঁতুলতলা এলাকার বাসিন্দা।
খোরশেদ আরো জানান, শহরের বিভিন্ন পয়েন্টে অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধ করে দেয়া হয়েছে। এব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বেশ কিছুদিন ধরেই। বৃহস্পতিবার তন্ময় ওই এলাকায় অটোরিকশা থেকে চাঁদা আদায় শুরু করলে সেখানে যান পুলিশ ফাঁড়ির সদস্যরা। মামলা দায়েরের পর তন্ময়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এমএইচ//